একবার বিদায় দে মা ঘুরে আসি Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics – Patriotic Song
Ekbar Biday De Ma Ghure Ashi Bengali Patriotic Song Is Sung by Debolinaa Nandy. This Song Originaly Sung by Lata Mangeshkar From Subhas Chandra Bengali Movie. Khudiram Bose
“Ekbar Biday De Ma Ghure Ashi ” Song Video
“Ekbar Biday De Ma Ghure Ashi ” Song Info
Song Name | O Bedardeya |
Singer | Lata Mangeshkar |
Music | Aparesh Lahiri |
Lyricist | Pitamber Das |
Movie | Subhas Chandra |
Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics in English
Ekbaar biday de ma ghure ashi
Hasi hasi porbo phnashi dekhbe bharatbasi.
Koler boma toiri kore
Dnariye chhilam rastar dhare Ma go
Borolatke marte giye
Marlam aarek Englandbashi.
Haate jodi thakto chhora
Tor Khudi ki porto dhora
Rokte-mangshe ek koritam
Dekhto jagatbashi.
Shonibaar bela doshtar pore
Judgecourtete lok na dhore Ma go
Holo Abhiram-er dwip chalan Ma
Khudiram-er phnashi.
Baro lokkho tetris koti
Roilo Ma tor beta beti
tader niye ghor koris Ma
Moder koris dasi.
Dosh mash dosh din pore
Jonmo nebo mashir ghore Ma go
Tokhon jodi na chinte paris
Dekhbi golay phnashi,
Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics in Bengali
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মা গো,
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে মারলাম
আর এক ইংল্যান্ড বাসী,
আমি বড়লাটকে মারতে গিয়ে মারলাম
আর এক ইংল্যান্ড বাসী,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
শনিবার বেলা দশটার পরে
জর্জকোর্টে তে লোক না ধরে মা গো,
শনিবার বেলা দশটার পরে
জর্জকোর্টে তে লোক না ধরে মাগো,
হলো অভিরামের দ্বীপজ্বালান মা
খুদিরামের ফাঁসি,
হল অভিরামের দ্বীপজ্বালান মা
খুদিরামের ফাঁসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইল মা তোর বেটা বেটি মা গো,
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইল মা তোর বেটা বেটি মাগো,
তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী,
ও মা তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।
দশ মাস দশ দিন পরে
জন্ম নিব মাসীর ঘরে মা গো,
দশ মাস দশ দিন পরে
জন্ম নিব মাসীর ঘরে মাগো,
তখন যদিনা চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি,
ও মা তখন যদিনা চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।।