তুমি খুব সুন্দর Tumi Khub Sundor Lyrics in Bengali – Ariyan Mehedi
Tumi Khub Sundor Lyrics
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে, হৃদয়ও গভীরে
আছো তুমি, আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধু আমি
তুমি খুব সুন্দর কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
একটি বার নয়, বারবার তোমাকে
বোঝাতে চেয়েছি তুমি আমার
মন যে মানে না, কিছু তো বুঝে না
কবে হবে তুমি আমার (x2)
তোমাকে ভেবে ভেবে আজ, সময়
যে কাটেনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে হৃদয়ও গভীরে
আছো তুমি আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধু আমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
Music Credit :
Song: Tumi Khub Sundor
Singer: Ariyan Mehedi
Lyrics, Tune, Music: Ahmed Shobuj